Teachitbd.প্রযুক্তির সাথে সবসময়

Recent Post

Welcome To Teachitbd

ওয়েব সাইটের সর্বশেষ পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজ এ আর পান প্রতিদিন নতুন নতুন টিপ্স এন্ড টিউটোরিয়াল ।

Sunday, March 20, 2016

পেন্ড্রাইভ এর ফাইল রিকভারি

অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। যদিও সবসময় এমন হয় না। আর নিচে কাজটি অনেক জায়গায় করেও না।তবে ট্রাই করে দেখতে প্রব্লেম কই? যদি ফিরে পান।হুট করে ঐ পেনড্রাইভ  টি ফরমেট করবেন না। খেয়াল করুন আপনার পেন ড্রাইভের প্রপারটিজ। পেন ড্রাইভের সাইজ দেখুন পরিমান কতটুকু  ইউজড অথবা কতটুকু খালি আছে। যদি স্পেস 0 দেখায় তো হয়তো কিছুই নেই!! কিন্তু এর পরও বলবো নিচের পন্থাটা একবার ট্রাই করেই দেখুন ...

এ অবস্থায় এই ফাইল টি ডাউন লোড করে আপনার পেনড্রাইভ এর রুট এ (পেন ড্রাইভ open করেই) পেস্ট করুন। ডাবল ক্লিক করে ফাইল টি রান করান। কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনার সকল ফাইল গুলো  দেখা যাবে।

-- এটি ভাইরাস জনিত কারনে ঘটতে পারে... তবে উপরের সমাধান টি শুধু মাত্র আপনাকে নির্ভয়ে আপনার ফাইল সমূহ ব্যবহার করতে দেয়া। ভাল হয়, লাইসেন্স এবং আপডেট করা এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে নেওয়া। এছাড়া পেনড্রাইভের গুরুত্বপূর্ন  ফাইল সমূহ আপনার অনলাইন এ (ক্লাউড স্পেস / ড্রপবক্স / ড্রাইভ) এধরণের ওয়েব স্পেস এ রেখে নিরাপদ রাখতে পারেন। সময়মত নামিয়ে নিলেই হল।

No comments:

Post a Comment

Comment here