Teachitbd.প্রযুক্তির সাথে সবসময়

Recent Post

Welcome To Teachitbd

ওয়েব সাইটের সর্বশেষ পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজ এ আর পান প্রতিদিন নতুন নতুন টিপ্স এন্ড টিউটোরিয়াল ।

Follow us

Wednesday, October 11, 2017

এন্ড্রয়েড দিয়ে কিভাবে ডার্ক ওয়েব এ ঢুকবেন ।

ডার্ক ওয়েব হ্যা ঠিক ধরেছেন নামের মতই অন্ধকার জগত । সেখানে হয় না এমন কিছু নেই । কপিরাইট বই কিনা থেকে শুরু করে মানুষ ও খুন করার অর্ডার নেওয়া হয় ।
আমরা যেসব ওয়েব সার্ফ করি তা ইন্টারনেট এর মাত্র সামান্য অংশ । ডিপ ও ডার্ক ওয়েব দখল করে আছে ইন্টারনেট এর অনেক জায়গা । প্রথমেই বলছি ডিপ ওয়েব সব ক্ষেত্রে খারাপ না । যেমন আপনার নিজের গুগল ড্রাইভের লিংক গুলু এটা ডিপ ওয়েব এর ই অংশ যা ইচ্ছা করলেই আপনার অনুমতি ছাড়া কেও এক্সেস করতে পারবে না । সাধারন ব্রাউজার যেমন Chrome,Firefox,Opera,UC browser  এগুলু দিয়ে সাধারন ওয়েব ও ডীপ ওয়েব এ ঘুরা যায় কিন্তু ডার্ক ওয়েব এ এসব দিয়ে ঢুকতে পারবেন না । কম্পিউটার এ Tor ব্রাওজার দিয়ে ঢুকতে হয় আর মোবাইল দিয়ে ঢুকার নিয়ম গুলু হলঃ

১। প্লেস্টোর এ গিয়ে ডাওনলোড করুন Orbot (ডাওনলোড করতে ক্লিক করুন)
২। প্লেস্টোর এ গিয়ে ডাওনলোড করুন Orfox (ডাওনলোড করতে ক্লিক করুন)

Orbot Setup:

 প্রথমে Orbot এপটিতে ঢুকুন এরপর নিচের মত আসবে

এমন দেখাবে পরে Start এ Click করুন
হয়ে গেছে মিনিমাইজ করুন আর orfox এ গিয়ে browse করুন ডার্ক ওয়েব এ । এভাবে নরমাল ওয়েব এ ঘুরলেও আপনার ISP জানবেও না যে আপনি কি করছেন :D

নোটঃ Orfox দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না ।

No comments:

Post a Comment

Comment here