হ্যালো বন্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন । আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা টিপ্স নিয়ে । চলুন যেনে আসি কি সেই টিপস । আমাদের সবারই মোবাইলে হাত দিয়ে টাইপ করতে কষ্ট হয় । তাই এখন থেকে আর কষ্ট করে হাতে টাইপ করে কিছু লিখতে হবে না । মুখে যা বলবেন অটোমেটিক লেখা হয়ে যাবে ।
এর জন্য আপনাদের যা যা লাগবে ঃ-
১। Gkeyboard( google Keyboard )
২। ইন্টারনেট সংযোগ ।
এখন প্রথমেই আপনারা google play store থেকে Gkeyboard টি ইন্সটল করে নিবেন । কিন্তু এখন বেশির ভাগ মোবাইলেই Gkeyboard টি আগে থেকেই দেওয়া থাকে । তারপর Gkeyboard টি ইন্সটল হলে মোবাইলের সেটিংসে চলে যাবেন । তারপর Other Settings এ যাবেন । তারপর Language & input এ যাবেন । তারপর Virtual Keyboard এ যাবেন । তারপর Manage Keyboard এ ক্লিক করবেন । তারপর Gboard অথবা Google Voice Typeing টা Enable করে দিবেন । আর অন্যান্য keyboard গুলা বন্ধ করে দিবেন । তারপর কোথাও কিছু লিখতে গেলে দেখবেন নিচের ছবির মত একটা চিনহ আসবে ।
ওপরের চিনহ টা তে ক্লিক করলে speek now আসবে তারপর কথা বললে লেখা শুরু হয়ে যাবে । যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলুন সাহায্য করা হবে । পোস্টটি ভাল লাগলে আপনাদের বন্ধদের দেখার জন্য পোস্টি শেয়ার করুন । ধন্যবাদ সবাইকে
No comments:
Post a Comment
Comment here