ওইন্ডোজ পিসি এর জন্যে তো আমরা অনেক ইন্ড্রয়েড ইমুলেটর ই ব্যবহার করে থাকি।
তবে লিনাক্স বেস OS ইউজারদের ও তো ইমুলেটর এর অভাব নেই। নিজেদের প্রডাক্ট বলে কথা (এন্ড্রয়েড এর কার্নাল এর কথা বলছি)। নিচে সেরা কিছু ইমুলেটর এর নাম দেওয়া হলঃ
১। Genymotion ইমুলেটর এর ক্ষেত্রে প্রথমে এটাকেই এগিয়ে রাখছি কারন এর ইউজার অনেক বেশি। :-)
২। Andro VM : এটি ইন্সটল করলে আপনার এক কাজে ২ কাজ হয়ে যাবে কারণ এটা চালাতে আপনার VM লাগবে।
৩। Official Android SDK - Android Emulator / AVDs ঃ এটি অবশ্য গুগল এর তাই অনেকটা বেশি ই ইউজার ফ্রেন্ডলি।
No comments:
Post a Comment
Comment here