রোবটটি শহরের শপিং মল ও পর্যটন এলাকাগুলোতে টহল দেবে। এর মাধ্যমে মানুষ কোনো অপরাধের তথ্য দিতে পারবে, জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচস্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে।রোবট পুলিশ ২০ মিটার দূর থেকে অন্যর মুখ স্ক্যান করার ক্ষমতা রাখে।
রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহন এবং ট্রাফিক পুলিশকেও দেওয়া হবে।
দুবাইয়ের সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ২৫ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের, তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না।
বর্তমানে এই রোবট পুলিশ শুধু ইংরেজি ও আরবিতে যোগাযোগ করতে পারে। এতে রুশ, চায়নিজ, ফরাসি ও স্প্যানিশ ভাষাও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে দেশটির।
No comments:
Post a Comment
Comment here